পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ২১৫ } তোমারি শোকে এ অণথি বরষিবে, । এ বীণা তোমারি গাইবে গান ! । যদিও এ বাহু অক্ষম কুৰ্ব্বল .* তোমারি কার্য্য সাধিবে, যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে । যদি ও হে দেবি শোণিতে অামার কিছুই তোমার হবে না— তবুও গো মাতা পারি তা ঢালিতে, এক তিল তব কলঙ্ক ক্ষালিতে, নিভাতে তোমার যাতনা ! যদিও জননি, যদি ও আমার এ বীণায় কিছু নাহিক বল, কি জানি যদি মা একটি সন্তান জাগি ওঠে শুনি এ বীণা তান । ২১২ ॥