পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २४४ ) ভারত অরণ্যে ঋষিদের গান অনন্ত সদনে করিত প্রয়াণ, তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত । আজি কি হয়েছে চাও পিতা চাও, এ তাপ, এ পাপ, এ দুখ ঘুচাও, মোরা ত রয়েছি তোমারি সস্তান যদিও হয়েছি পতিত ৷ ২১৩ ॥ বহিঃর । কাওয়ালি । দেশে দেশে ভ্ৰমি তব দুখ-গান গাহিয়ে, নগরে, প্রাস্তরে, বনে বনে, অশ্র ঝরে নয়নে। পাষাণ-হৃদয় কঁাদে সে কাহিনী শুনিয়ে । , জলিয়া উঠে অযুত প্রাণ, এক সাথে মিলি এক 弊” গান গায়,