পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . ( २¢x ) যাই দেখি শিকারেতে, রহিব আমোনে মেতে । ভূলি সব জালা বনে বনে ছুটিয়ে কেন প্রাণ কেন কাদেরে! আপন! ड्रलिप्लकैहेि ভূলিব কেমনে! কেমনে যাবে বেদনা ! ধরি ধনু আনি বাণ, গাহিব ব্যাধের গান, দলবল লয়ে মাতিব । কেন প্রাণ কেন কঁদেরে ৷ ২৪৯ ৷ শৃঙ্গঙ্কনি পূর্বক দম্বাদের আহ্বান) দস্থ্যগণের প্রবেশ। यूरब्लके । দস্থ্য। কেন রাজা ডাকিস্ কেন, এসেছি সবে ! বুঝি আবার স্যামা মায়ের পুজো হবে ।