পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগিণী খটু—তাল বীপতাল। আমরা যে, শিশু অতি, অতি ক্ষুদ্রমন, পদে পদে হয় পিতা চরণস্থলন । রুদ্র মুথ কেন তবে, দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে ক্রকুটি ভীষণ ? ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ, স্নেহবাক্যে বল পিতা, কি করেছি দোষ, শতবার 하S তুলে, শতবার পড়ি ভুলে, কি আর করিতে পারে দুৰ্ব্বল যে জন ! পৃথ্বীর ধূলিতে দেব মোদের ভবন, পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন, জন্মিয়াছি শিশু ছোয়ে, খেলা করি ধূলি লোয়ে, মোদের অভয় দাও দুৰ্ব্বল-শরণ। একবার ভ্রম হোলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন ? -