পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిసె } পুণ্য কিরণে ফুটিছে প্ৰেম । টুটিছে মোহ বন্ধ রে । ৩-৭ । । তাহার প্রেমে কে ডুবে আছে ? : চাহে না সে তুচ্ছ মুখ ধন মান। বিরহ নাহি তার নাহিরে চুখ তাপ সে প্রেমের নাহি অবসান। ৩.৮। রাগিণী বাহার—তাল আড়াঠেক’ । তাহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে,এস সবে নরনারী আপন হৃদয় লরে। সে আনন্দে উপবন, বিকলিত অনুক্ষণ, সে আনন্দে ধায় নদী আনন্দ বারত কয়ে । সে পুণ্য নিৰ্ব্বর স্রোতে বিশ্ব করিতেছে স্নান, রাখ সে অমৃত ধারা পূরিয়া হৃদয় প্রাণ।