পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৯ ) অমৃতের কণা তব পাথেয় দিয়েছ প্ৰভে । দক্ষিণী স্বর—তাল একতাল। সকাতরে ওই কঁদিছে সকলে । শোন শোন পিত। কহ কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বীরতা । ক্ষুদ্র আশা নিয়ে, রয়েছে বঁচিয়ে, সদাই ভাবনা— যা কিছু পায় হারায়ে যায়, । না মানে সাস্তুন ! সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে—