পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( నిరిన ) কত আকুল প্রাণ অাজি গাহিছে গান চাহে তোমারি পানে আনন্দে হে ॥ জলে তোমার আলোক ছালোক ভূলোকে গগন উৎসব-প্রাঙ্গনে— চির-জ্যোতি পাইছে চন্দ্র তারা অর্ণথি পাইছে অন্ধ হে ॥ তব মধুর মুখ-ভাতি-বিহসিত প্রেম-বিকশিত অস্তরে— কত ভকত ডাকিছে “নাথ ষাচি দিবস রজনী তব সঙ্গ হে।” উঠে সজনে প্রাস্তরে লোক লোকান্তরে যশোগাথা কত ছমে হে । ঐ ভবশরণ প্ৰভু অভয়পদ তব স্বর মানব মুনি বনে হে ॥ ৩৩৮।