পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 08: ) মাঝে রয়েছে আবরণ কত শত কত মত । তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই, । মনে থেকে যায় তাইহে মনের বেদন । । যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি! - তাই দিয়ে যদি তোমারে পাই (জানি না) কেন তা দিতে পারি না, আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব বাসন ॥ ৩৪০ ॥ রামপ্রসাদী সুর। আমরা মিলেছি আজ মায়ের ডাকে । ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। প্রোণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে !