পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোচন O তিমির, জগত আড়ালে থেক না বিরলে । লুকায়োনা আপনারি মহিমা মাঝে, , তোমার গৃহের দ্বার খুলে দাও । ৩৬৩। রাগিণী বিঝিট-তাল চৌতাল । তোমারি মধুর রূপে ভরেছ ভুবন, মুগ্ধ নয়ন মম পুলকিত মোহিত মন । তরুণ অরুণ নবীন ভাতি, পূর্ণিমা প্রসন্ন রাতি, রূপ-রাশি-বিকশিত-তনু কুসুম বন । তোমা পানে চাহি সকলে সুন্দর, রূপ হেরি আকুল অন্তর, তোমারে ঘেরিয়া ফিরে নিরস্তুর তোমার প্রেম চাহি।