পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ( ৩৬৭ ) বাসনার বশে মন অবিরত । ধায় দশদিশে পাগলের মত, . স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে ! তুমি ছাড়া কেহ সার্থী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে। জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বঁচি,