পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鼎 ( وهى ) সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখ পাথরে, রবি শশি তারা কোথা হয় হার । দেখিতে না পাই তোমারে । ৩৮০ ীি রাগিণী টোড়ি—তাল ঢিমা তেতালা । শান্তি সমুদ্র তুমি গভীর অতি অগাধ আনন্দ রাশি । তোমাতে সব দুঃখ জ্বালা করিব নিৰ্ব্বাণ, ভুলিব সংসার— অসীম মুখ সাগরে ডুবে যাব । ৩৮১ ॥ রাগিণী ইমন কল্যাণ—তাল চৌতাল । শোন তার সুধাবাণী শুভ মুহূৰ্ত্তে শাস্ত প্রাণে, ছাড় ছাড় কোলাহল, ছড়িরে আপন কথা ।