পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > & ) তবে কেন, তবে কেন মিছে এ বয়tশা ! ১৫ । মিশ্র বিঝিট। খেম্টা। সুখে অছি সুখে আছি, ( সখ, আপন মনে ; } কিছু চেয়ে না, দূরে যেয়ে না, শুধু চেয়ে দেখ, শুধু ঘিরে থাক কাছাকাছি ! সথা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ । রচয়। ললিত মধুর বাণী তাড়ালে গাবে গান ! গোপনে তুলিয়া কুসুম গাথিয়া রেখে স্বাবে মালা গাছি ; মন চেয়ে না, শুধু চেয়ে থাক, শুধু ঘিরে থাক কাছাকাছি ।