পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) তৃষা-ভরা তৃষা-হরা এ অমৃত কোথা ছিল ! কোন চাদ হেসে চাহে! কোন পাখী গান গাহে ! কোন সমীরণ বহে লতা-বিতানে । ১৭ ॥ ঝিঝিট। কাওয়ালি। ওকে বোঝা গেল না— চলে আয়, চলে আয় । (ও) কি কথা যে বলে সখি কি চোখে যে চায় ! লাজ টুটে শেষে মরি লাজে, মিছে কাজে, ধরা দিবে না যে বল কে পারে তায় ! আপনি সে জানে তার মন কোথায় ! চলে আয় চলে আয় । ১৮ ॥ २