পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ २४ ) যারা এসেছে, তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে । ২২ ॥ সরফর্দা । কাওয়ালি । এ ত থেলা নয় । খেল নয় । এ যে হৃদয়-দহন-জাল, সখি ! এ যে, প্রাণভরা ব্যাকুলত, গোপন মৰ্ম্মের ব্যথা, এ যে কাহীর চরণোদেশে জীবন মরণ ঢালা’ কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই যাই করে প্রাণ যেতে পারিনে ! ! সে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি, কোথায় নামায়ে রাখি সখি এ প্রেমের ডাল ! যতনে থিয়ে শেষে পরাতে পারিনে মালা । ২৩ ৷