পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 85 ) অধর ছয়ে বাশি থানি চুরি করে হাসি খানি, বধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় ! ওগো শোন কে বাজায় ! কুঞ্জবনের ভ্রমর বুঝি বাশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাশির গানে মুঞ্জরে ! যমুনারি কলতান কানে আসে, র্কাদে প্রাণ, আকাশে ঐ মধুর বিধু কাহার পানে হেসে চায় ! ওগো শোন কে বাজায় । ৪৪ ৷