পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( so ) তবে সেথা কি হাসে না চাদিনী ঘামিনী, সেথা কি বাজেন বঁাশরী ! সখি হেথা সমীরণ লুঠে ফুলবন সেথা কি পবন বছে না ! সে যে তার কথা মোরে কহে অনুক্ষণ মোর কথা তারে কহে না ! नि बामाह আজি সে ভূলিবে সজনি, আমারে ভুলালে কেন সে ! ওগো এ চির জীবন করিব রোদন এই ছিল তার মানসে । যবে কুসুম শয়নে নয়নে নয়নে কেটেছিল স্বথ রাতিরে, তবে কে জানিত তার বিরহ আমার হবে জীবনের সার্থীরে !