পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8१ ) ওগো মুখ দিন হায় যবে চলে যায় আর ফিরে আর আসেন ! ৪৬ ৷ মিশ্র ভৈরবী । আড়াখেম্টা। হে লাফেলা সারা বেলা এ fক খেলা আপন সনে । এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে ! অ’াখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি । দুটি ফোটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন-কোণে । কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বঁাশি, মনে হয় কণর মনের বেদন কেঁদে বেড়ায় বাশির গানে ?