পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৪৯ ) তাই চারিদিকে চায় মন কেঁদে গায় “এ নহে, এ নহে, নয় গো !” কোন স্বপনের দেশে আছে এলোকেশে, * . কোন্‌ ছায়াময়ী আমরায় ! আজি কোন উপবনে বিরহ বেদনে আমার কারণে কেঁদে যায়! আমি যদি গাঁথি গান অথির পরাণ সে গান শুনাব করে আর ! আমি যদি গাথি মালা লয়ে স্কুল ডাল কাহারে পরাব ফুল হার ! অামি আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায় ! সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় ! ৪৮ ৷৷