পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & & ) আমি ঘুমের ঘোরে চাদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার অাখির মতন দুটি তার ঢালুক্‌ কিরণ-ধার। ! ৪৯ ৷ কানাড়া । যত । বিদায় করেছ যারে নয়ন জলে, এথন ফিরাবে তারে কিসের ছলে ! আজি মধু সমীরণে নিশীথে কুসুম-বনে, তাহারে পড়েছে মনে বকুল তলে ! এখন ফিরাবে তারে কিসের ছলে !