পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( لاول ) সে যদি চাহে, মরি যে তাহে কেন মুদে আসে অাখির পাতা। মান মুখে সখি সে যে চলে যায়, ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আীয় বুঝিল না সে যে কেঁদে গেল ধূলায় লুটাইল হৃদয়-লতা। ৬০ ॥ বেহাগ—কাওয়ালী । প্রমোদে ঢালিয়া দিনু মন তবু প্রাণ কেন কঁাদেরে । চারিদিকে হাসি রাশি তবু প্রাণ কেন কঁাদেরে । আন সখি বীণা আন, প্রাণ খুলে কর গান নাচ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে, তবু প্রাণ কেন কঁাদেরে ?