পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७० } যমুনার ঢেউ যাচ্ছে ব’য়ে বেলা বহে যায় | ৬২ | মিশ্র কালাংড়া-খেমটা । এত ফুল কে ফুটালে (কাননে) লতা পাতায় এত হাসিতরঙ্গ মরি কে উঠালে । সজনীর বিয়ে হবে, ফুলেরা শুনেছে সবে সে কথা কে রটালে ॥ ৬৩ ৷ মিশ্র জয়জয়ন্তী— খেমটা । আমাদের সখিরে কে নিয়ে বাবেরে ! তারে কেড়ে নেব ছেড়ে দেবনা। কে জানে কোথা হতে কে এসেছে কেন সে মোদের সর্থী নিতে আসে দেব না । সর্থীরা পথে গিয়ে দাড়াব, ছাতে তার ফুলের বঁাধন জড়াব,