পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত রম సె(t বাঁচবে। অথচ আপনার স্থান নেই,—স্থান হয়েছে গোবিন্দ গাঙলাদের। আপনাকে করেছে তারা একঘরে । রামশ । ভৈরব আচায্যি ? পারলে করতে সে ? গোপাল । পারলে বৈ কি ! পাড়াগযের লোকে পারে না যে কি তাই শুধু আমার জানতে বাকি। আমি চোল্লাম । রমেশ । যান। আমি শুধু ভাবি এ মহাপাতকের প্রাযশ্চিত্ত হবে কিসে ? গোপাল ! আমার সাক্ষী আছে, আদালত খোলা আছে, আমি তাকে সহজে ছাড়ব না ছোটবাবু। প্রস্থান রমেশ । জানিনে আইনে কি বলে । জানিলে কৃতঘ্ন তার দণ্ড আদালতে হয় কি না। কিন্তু থাকু সে । আমি নিলাম আজ নিজের হাতে এই ভার ! কেবল সহ করে যাওয়াই জগতে পরম ধৰ্ম্ম নয় । প্রস্থান