বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্য রম! సెస్సె তোমার লজ্জা করেন, কিন্তু আমি যে লজ্জায় মরে ষাই রমেশদ । বাড়ী যাও । রমেশ । ( মুহূৰ্ত্তকাল বিহবল চক্ষে তাহার প্রতি চাহিয়া থাকিয় ) আচ্ছ। আমি চললাম। রমেশ ধীরে ধীরে প্রস্থান করিতে বেণী, গোবিন্দ, প্রভৃতি সকলে ভিড় করিয়া আসিয়া পড়িল । ভৈরব বসিয়া পড়িয়া দুই হাটুর মধ্যে মুখ গুজিয়া কাদিতে লাগিল গোবিন্দ । বাড়ী চড়াও হয়ে যে আধমরা করে গেল, এর কি করবে এখন সেই পরামর্শ করে । বেণী ! আমিও ত তাই বলি । রম। কিন্তু এ পক্ষের দোষও ত কম নয় বড়দ ? তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হৈ চৈ করতে হবে । বেণী । বল কি রম, এ কি সোজা ব্যাপার হোলো ? আমরা সবাই না থাকলে তো সে খুন কোরে যেতো । রম । করলে তো আমরা আট্‌কাতে পারতামনা বড়দ । লক্ষ্মী। তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে ফেলে গেলে কি করতে বল তো ? রম। আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা কোরোনা। কিন্তু আমি কারও হরেই কথা বলিনি, ভালোর জন্তেই বলেচি । লক্ষ্মী। বটে। ওর হয়ে কোদল করতে তোমার লজ্জা করেন ? বড়লোকের মেয়ে বোলে কেউ ভয়ে কথা বলেন,—নইলে কে না শুনেচে ? তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিতো ।