পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

See রম তৃতীয় অঙ্ক বেণী । ( লক্ষ্মীকে তাড়া দিয়া ) তুই থাম্না লক্ষ্মী—কাজ কি ওসব কথায় ? লক্ষ্মী । কাজ নেই । যার জন্তে বাবাকে এত দুঃখ পেতে হোলো তার হয়েই উনি কোদল করবেন ? বাবা যদি আজ মারা যেতেন ? রম । ( লক্ষ্মীর প্রতি) লক্ষ্মী, ওর মত লোকের হাতে মরতে পাওয়া ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারতেী । লক্ষ্মী। তাইতেই বুঝি তুমি মরেছে। রম দিদি ? রমা । ( ক্ষণকাল নীরবে তাহার প্রতি চাহিয়া থাকিয়া মুখ ফিরাইয়া লইল ) কিন্তু কথাটা কি তুমিই বল তো বড়দা । বেণী । কি কোরে জানবো বোন। লোকে কত কথা বলে,—তাতে কান দিলে ত চলে না। রম । লোকে কি বলে ? বেণী । বললেই বা রমা। লোকের কথাতে তো গায়ে ফোস্ক পড়ে না । বলুক না ! রম । তোমার গায়ে হয়ত কিছুতেই ফোস্ক পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গণ্ডারের চামৃড়া নেই? কিন্তু লোককে এ কথা বলাচ্চে কে ? छूमि ! বেণী । আমি ? রম। তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোন দুষ্কৰ্ম্মই ত তোমার বাকি নেই,—জাল, জোচ্ছরি, চুরি, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা বাকি থাকে কেন ? মেয়ে মামুষের এত বড় সৰ্ব্বনাশ ধে আর নেই সে বোঝবার তোমার শক্তি নেই। কিন্তু জিজ্ঞেস করি কিসের জন্ত এ শক্রতা তুমি ক’রে বেড়াচ্চো ? এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি ?