विडौंश झुश ब्लभ ') e ) বেণী । আমার লাভ কি হবে ? লোকে যদি তোমাকে রাত্রে রমেশের বাড়ী থেকে বার হতে দেখে,—আমি কেণরব কি ? রম। এত লোকের সামনে আর সব কথা আমি বলতে চাই নে, কিন্তু তুমি মনে কোরো না, বড়দা, তোমার মনের ভাব আমি টের পাই নি। কিন্তু তুমি নিশ্চয় জেনে,—আমি রমা। যদি মরি, তোমাকেও জ্যাস্ত রেখে যাবে না । দ্রুতবেগে প্রস্থান গোবিন্দ। র্ত্যা ? এ হোলো কি বড়বাবু? তোমাকেও চোখ রাঙিয়ে যায়,—মেয়েমানুষ হ’য়ে ? আমি বেঁচে থেকে এও চোখে দেখতে হবে ? বেণী । ( নিজের ললাট স্পর্শ করিয়া ) কারও দোষ নয় খুড়ো, দোষ এর । কলিকাল,—এরই নাম কাল-মহাত্ম্য। ভালো ছাড়া কখনো কারো মন্দ করি নে, মন্দ করার কথা ভাবতে পারি নে। জগতে আমার এমন হবে না তো হবে কণর ? বিদ্যেসাগরের কি হয়েছিল ? গল্প শুনেচে ত ? গোবিন্দ । তা’ আর শুনিনি ? বেণী । তবে তাই । দোষ দেবো আর কাকে ? (ভৈরবকে দেখাইয়া ) একে রক্ষে করতে না যেতাম তো কোন কথাই হোতে না । কিন্তু সে তো আর আমি প্রাণ থাকৃতে পারি নে !
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০
অবয়ব