বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न मृथ्र ब्रभ] ృతిచి রমেশ । তুমি দেখবে আমার কাজকৰ্ম্ম ? রমা ! কেন, পারবো না ? রমেশ । পারবে। হয়ত, আমার নিজের চেয়েও ভাল পারবে, কিন্তু পেরে কাজ নেই। আমি তোমাকে বিশ্বাস কোরবো কি কোরে ? রমা। রমেশদ, ইতরে বিশ্বাস করতে পারে না। কিন্তু তুমি পারবে। তুমি না পারলে সংসারে বিশ্বাস করার কথাটা উঠে যাবে। আমাকে এই ভারটুকু তোমার দিয়ে যাও । রমেশ । ( ক্ষণকাল নীরবে তাহার মুখের প্রতি চাহিয়া ) আচ্ছা, ভেবে দেখি । রমা। কিন্তু ভাব বার তো সময় নেই। আজই তোমাকে আর কোথাও যেতে হবে । না গেলে— রমেশ । ( পুনশ্চ তাহার মুখের প্রতি একদৃষ্টি চাচিযা) তোমার কথার ভাবে মনে হয় না গেলে আমার বিপদের সম্ভাবনা । ভালো, যাই-ই যদি তাতে তোমার লাভ কি ? অামাকে বিপদে ফেলতে তুমি নিজেও ত কম চেষ্টা করো নি যে, আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছে । সে সব কাও এত পুরোনো হয়নি যে তোমার মনে নেই। বরঞ্চ খুলে বলে আমি চলে গেলে তোমার নিজের কি সুবিধে হয়,—হয়ত, তোমার জন্তে আমি রাজি হতেও পারি । রমা। ( এই কঠিন আঘাতে রমার মুখ বিপূর্ণ হইযা উঠিল, কিন্তু আপনাকে সে সামূলাইয়া লইল) আচ্ছ, খুলেই বলচি । তুমি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে । রমেশ এই ? মাত্র এইটুকু ? কিন্তু সাক্ষী না দিলে ? রমা। না দিলে আমার মহামায়ার পূজোয় কেউ আসবেন, আমার