বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о রমী চতুর্থ অঙ্ক আমাকে সকল দিক দিযে নষ্ট কোরো না। কিন্তু এত বড় মিথ্যে আমি কোথায় পেলাম জ্যাঠাইম ? রাগ কোরে বললেন, এই ? এই মাত্র ? না, এর জন্তে আমার কাজ ছেড়ে আমি কোন মতেই যাব না । অভিমানে ভাবলাম, তবে হোক একটা শিক্ষা । বিশ্বাস ছিল, সামান্ত কিছু একটা জরিমানা হবে । কিন্তু সে শাস্তি যে এম্‌নি কোরে আসবে,—র্তার রোগ শীর্ণ মুখের পানে চেয়েও বিচারকের দয়া হবে না,–র্তাকে জেলে দেবে এ কথা আমার অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারিনি জ্যাঠাইমা । বিশ্বেশ্বরী । সে জানি মা । রম । শুনলাম, আদালতে তিনি কেবল আমার পানেই চেয়ে ছিলেন। র্তার গোপাল সরকার চাইলেন আপিল করতে, তিনি বললেন, না । সারা জীবন যদি জেলের মধ্যে বাস করতে হয় সেও ঢের ভাল, কিন্তু আপিল করে খালাস পেতে চাইনে । এ শাস্তি আমার কত বড় বল ত জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। কিন্তু তার মিয়াদের কালও পূর্ণ হয়ে এলো। মুক্তি পেতে আর বেশি দিন নেই। রমা। তার মুক্তি হবে, কিন্তু তার সেই নিবিড় ঘুণ থেকে ইহজীবনে আমার ত মুক্তি নেই মা । বৃদ্ধ সনাতন হাজরাকে লইয়া বেণীর প্রবেশ বেণী । এই আমাদের তিনপুরুষের প্রজা । স্বমুখ দিয়ে যাচ্ছিলেন, ডাকতে তবে বাড়ী ঢুক্লেন । হারে সনাতন, এত অহঙ্কার কবে থেকে হোল রে ? বলি, তোদের ঘাড়ে কি আর একটা কোরে মাথা গজিয়েছে রে ? সনাতন। দুটাে ক’রে মাথা আর কার থাকে বড়বাৰু? আপনাদেরই থাকে না ত আমাদের মত গরীবের !