aषय श्छ রম! 曲 ব্যাট, তার হাতের আগুনটুকু পৰ্য্যস্ত পেলে না। ছোট জাতের মুখে আগুন। রম । কেন মাসি, তুমি লোকের জাত তুলে কথা কও ? তারিণী ঘোষাল বড়দারই ত আপনার খুড়ে । বামুন মানুষকে ছোট জাত বল কি করে ? তোমার মুখে যেন কিছু বাধে না । বেণী । ( সলজ্জে ) না রম, মাসি সত্যি কথাই বলেছেন। তুমি কত বড় কুলীনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন ? ছোট খুড়োর এ কথা মুথে আনাই বেয়াদপি । আর ভুক-তাকের কথা যদি বল তো সে সত্যি। দুনিয়ায় ছোট খুড়ে আর ভৈরবের অসাধ্য কাজ কিছু নেই। রমেশ আসতে না আসতে ঐ ব্যাটাই ত জুটে গিয়ে হয়েছে তার মুরুব্বি । মাসি। সে ত জানা কথা বেণী । ছোড়া বছর দশ বাৱে ত দেশে আসে নি –সেই যে মামারা এসে কাশী না কোথায় নিয়ে গেল আর কখনো এ মুখে হতে দিলে না। এতকাল ছিল কোথায় ? কর্ছিল কি ? - বেণী । কি ক’রে জানবো মাসি। ছোট খুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব আমাদেরও তাই। গুৰূচি, এতদিন বোম্বাই না কোথায় ছিল। কেউ বলচে ডাক্তারি পাশ করেছে, কেউ বলচে উকিল হয়েছে,–আবার কেউ বলচে সব ফাকি। ছোড়া না কি পাড় মাতাল । যখন বাড়ী এলে পেীছল, তখন চোখ দুটো ছিল না কি জবা ফুলের মত রাঙা । মাসি। বটে । তাহলে ত তাকে বাড়ী ঢুক্তে দেওয়াই যায় না। ’ বেণী। কিছুতে না। ই রম, তোমার রমেশকে মনে পড়ে ? রমা। ( সলজ্জ মৃদু হাসিয়া ) এ ত সেদিনের কথা বড়দা । তিনি আমার চেয়ে বছর চারেকের বড়। এক পাঠশালায় পড়েচি, এক সঙ্গে
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২
অবয়ব