एंथ्रेक्षम দৃষ্ঠ রম! Y > * বেণী । কি বললি রে হারামজাদ । সনাতন । দুটাে মাথা কারও থাকে না, বড়বাবু, সেই কথাই বলেচি, —আর কিছু নয়। গোবিন গাঙলীর প্রবেশ গোবিন্দ। তোদের বুকের পাটা শুধু দেখচি আমরা ! মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনে, বলি, কেন বল ত রে ? সনাতন । (হাসিয়া ) আর বুকের পাটা। যা করবার সে ত আমার করেছেন। সে যাকৃ। কিন্তু মায়ের প্রসাদই বলুন, আর বাই বলুন, কোন কৈবৰ্ত্তই আর বামুন-বাড়ীতে পাত পাতবে না। এত পাপ যে মা বসুমাত কেমন ক’রে সইচেন, তাই আমরা কেবল বলাবলি করি। (নিশ্বাস ফেলিয়া রমার প্রতি চাহিয়া ) একটু সাবধানে থেকে দিদিঠাকরুণ, পীরপুরের ছোড়ার দলটা একেবারে ক্ষেপে রয়েচে । এর মধ্যেই দুতিনবার তারা বড়বাবুর বাড়ীর চারপাশে ঘুরে গেছে—সাম্নে পায় নি তাই রক্ষে । (বেণীর প্রতি ) একটু সামূলে-মুম্লে থাকবেন বড়বাবু, রাতবিরেতে বার হবেন না । বেণী কি একটা বলিতে গেল কিন্তু ভয়ে তাহার মুখ দিয়া কথা বাহির হইল না রমা । ( স্নেহার্জ কণ্ঠে ) সনাতন, ছোটবাবুর জন্যেই বুঝি তোমাদের সব রাগ এত ? সনাতন । মিথ্যে বোলে আর নরকে যাব না দিদিঠাকুরুণ, তাই বটে। তবে, পীরপুরের লোকগুলোর রাগটাই সব চেয়ে বেশি। তারা ছোটবাবুকে দেবতা মনে করে। রম । ( আনন্দোজ্জল মুখে ) তাই না কি সনাতন ? বেণী । (সনাতনের হাত চাপিয়া ধরিয়া) তোকে একবার দারোগার
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২০
অবয়ব