> > * রম চতুর্থ অঙ্ক কাছে গিয়ে বলতে হবে সনাতন। তুই য। চাইবি তাই দেব ! তোর সেই সাবেক দুবিঘে জমি ছাড়িয়ে নিতে চাস ত তাই পাবি। ঠাকুরঘরে বসে দিব্বি করচি সনাতন, বামুনের কথাটা রাখ । সনাতন । সে দিন কাল আর নেই বড়বাবু,—সে দিন কাল আর নেই। ছোটবাবু সব উণ্টে দিয়ে গেছেন । গোবিন্দ। বামুনের কথা তাহলে রাখবিনে বল ? সনাতন। (মাথা নাড়িয়া) না। বললে তুমি রাগ করবে গাঙলিমশাই, কিন্তু সেদিন পীরপুরের নূতন ইস্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছকতক স্বতে ঝোলানো থাকুলেই বামুন হয় না ! আমি ত আর আজকের নই ঠাকুর, সব জানি । যা কোরে তোমরা বেড়াও সে কি বামুনের কাজ ? তোমাকেই জিজ্ঞাসা করূচি দিদি ঠাকরুণ, তুমিই বল দিকি ? রম নিবক্তরে মাথা হেঁট করিল সনাতন । ( মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল ) বিশেষ কোরে ছোড়াদের দল। এই দুটো গায়ের যত ছোকৃরা সন্ধ্যের পরে সবাই গিয়ে জোটে মোড়লের বাড়ীতে। তারা ত স্পষ্ট বলে বেড়াচ্চে জমিদার ত ছোটবাবু । আর সব চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস কোরব, ভয় কারুকে কোরব না। আর বামুনের মত থাকে ত বামুন, নইলে, আমরাও যা তারাও তাই । বেণী । ( আতঙ্কে পরিপূর্ণ হইয়া) সনাতন, আমার ওপরেই কেন এত রাগ বলতে পারিস ? সনাতন। তা’ আর পারিনে বড়বাৰু? আপনিই যে সকল নষ্টের শোড়া তা’ কারও জানতে বাকি নেই।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২১
অবয়ব