পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত ১১৩ বেণী চুপ করির রহিল, ভয়ে বুকের ভিতর তাহার ঢিপ ঢপ করিতেছিল বিশ্বেশ্বরী। গাঙলি ঠাকুরপো, ছোটলোকের মুখে এত অস্পৰ্দ্ধার কথা শুনেও যে বড় চুপ করে আছ ? বেণী বক্ৰচক্ষে মায়ের প্রতি কুদ্ধ দৃষ্টিপাত করিয়াপ্ত নীরব হওয রঙ্গিল গোবিন্দ । ই সনাতন, বিপিন মোড়লের বাড়ীচে তষ্ঠিলে আডড বল্‌ ? সেখানে কি করে তারা বলতে পারিস ? সনাতন । কি করে তা জানিলে । কিন্তু ভাল চা ও ৩ কু-মতলব কোরো না ঠাকুর । তারা ছোট-বড় সবাই ভাই সম্পর্ক পাওয়েছে । এক মন, এক-প্ৰাণ । ছোটবাবুর জেল হওয়া থেকে সব ব্লগে বারুদ হয়ে আছে, তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালতে যেযো ন গাণ্ড,ল মশাই ৷ এই তোমাদের সাবধান করে দিয়ে গেলাম । - প্রস্থান সনাতন প্রস্থান করিঙ্গে সকলেই কিছুক্ষণ নিঃশব্দে থাকিয় বেণী । ব্যাপার শুনলে রমা ? রম মুচকিয় স্থাপিল, কথা কহিল না । হাসি দেখিয় বেণীর গা জ্বলিল গেল বেণী । শাল ভৈরবের জঙ্গেই এত কাণ্ড । আর তুমি লা যাবে সেখানে, না তাকে ছাড়িয়ে দেবে তো এসব কিছুই হয় না । খেতে শাল মার,— তোমার কি ! রম পুনরায় একটু হাসিল, বাব দিল না বেণী । তুমি ত হাসবেই বম। মেয়ে মানুষ, বাড়ীর বার হতে ত হয় না,–কিন্তু আমাদের উপায় কি হবে বল ত ? সত্যি সত্যিই যদি عbr