বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्विङौश्च शि রম! s *S*t বাৰু বোলে, বামুন বোলে যতই সধেছি, ততই অত্যাচার বেড়ে গেছে। আর আমরা সইব না। দেখি তোমরা সিধে ও কি না ! বেণী । বাবা রে, মরে গেছি বে। সব শাল পালাল বে ! গোবিন্দ ও মারোয়ানের প্রবেশ গোবিন্দ ( ইiপাইতে ইiপাইলে ) পালাবো কেন বাবা পালাইনি। ছুটে লোক ডাক্তে গিয়েছিলাম । জগা শাল কি রকম গুণ্ড জন ত ? শালাকে ডাকাতির চাঙ্গে পাচ বচ্ছর ঠেলে দেব—তবে আমার নাম গোবিন্দ গাঙলী ! দরোযান । (ইপিাইতে ইপার্টতে ) হুঁথি মে একঠে৷ হাথিয়ার রক্ততা ! বেণী । দূর হ শাল মুমুখ থেকে । মেরে তক্ত বানিয়ে দিলে— ( মাথায় হাত দিয়া দেখিয়া ) বাবা গো ! কি রক্ত পড়চে গো,—আর আমি বঁচিব না। বেণী শুইয়া পড়িল গোবিল। ( ধরিয়া তুলিবার চেষ্টা করিযt ) বচবে বাচ বে। আমি নিজে তোমাকে কলকাতার হাসপাতালে নিযে যাব (দরোয়ানের প্রতি ) ধরন শাল ছাতুখের। শাল ভয়ে শিয়ালের মত ছুটে পালাল । দরোয়ান। কেয়া রে বাবুজি, বিন্‌ হাথিয়ার— উভয়ে বেণকে তুলিয়া লইয়া প্রস্থান করিল