>3や রমা চতুর্থ অঙ্ক রমেশের মূপে ও মনের মধ্যে কত কি যে হইতে লাগিল তাহার নির্দেশ নাই –কিন্তু সে একটা কথাও কহিল নী বেণী । গাড়ী তৈরী ভাই । আর দেরি নয়,—াড়ী চল । মায়ের কাছে তোরে একবার পেীচে দিয়ে আমি বঁচি । রমেশ । চলুন। জেলের মধ্যেই শুনেছিলাম রমা না কি বড় পীড়িত ? বেণী ; ভগবানের দণ্ড মেশ,–এ যে তারই রাজ্য এ কি সবাই মনে রাথে ? জগদীশ্বর । চল ভাই, ঘরে চল । সকলের প্রস্থান 223S ఢాస్త్రా রমার কক্ষ রমেশ প্রবেশ করিয় রমাকে দেপিয়া চমকিয় গেল রমেশ । তোমার এত অম্লখ করেছে তা ত আমি ভাবিনি । রম শয্যা হইতে কোনমতে উঠয় রমেশের পায়ের কাছে প্রণাম করিল রমেশ । এখন কেমন আtছ রifণ-1 রমী । অীমাকে আপনি রম বলেই ডাকবেন । রমেশ । বেশ তাই । শুনেছিলাম তুমি অমুস্থ ছিলে । এখন কেমন আছে এই খবরটাই জানতে চাচ্ছিলাম । নইলে, নাম তোমার যাই হোক, সে ধরে ডাকুবার আমার ইচ্ছেও নেই, আবশ্যকও নেই । রম। এখন আমি ভাল অtfছ । আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়ত খুব আশ্চর্য্য হযেছেন, কিন্তু—
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৫
অবয়ব