বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eथम वृओं রম > করে ঢুকতেই দাওনা। তার পরে নাড়ীর খবর ফেড়ে বার করে আনবো —তখন বুঝবে গোবিন্দ গাঙলীকে। এর মধ্যে অনেক কথাই শুনতে পাবে বাবাজী, অনেক শালাই লাগিয়ে যাবে,-কিন্তু চেনে ত খুড়োকে । সেইটুকু মনে মনে বুঝে, এখন আর কিছু ফাস কর্চিনে । বেণী। রমার কাছে গিয়েছিলাম । গোবিন্দ । তা’ জানি । কি বলে সে ? বেণী । তারা ত নয়ই, তাদের সম্পর্কে যে-যেখানে আছে তারা পৰ্য্যন্ত নয়। গোবিন্দ । ব্যস ! ব্যস । আর দেখতে হবে না । বেণী । কিন্তু তোমরা যে— গোবিন্দ । উতল হও কেন বাবাজী, আগে ঢুকি। উদ্যোগ আয়োজনটা একটু ভাল করে করাই, তখন না,–ছাদ গড়ানো কাকে বলে একবার বাইরে দাড়িয়ে দেখো ! বেণী । তবে যে শুনি— গোবিন্দ। অমন ঢের শুনবে বাবাজী, অনেক ব্যাটা এসে অনেক রকম ক’রে লাগাবে। কিন্তু গোবিন্দ খুড়োকে চেনে ত? ব্যস্ ! ব্যস্! উভয়ের প্রস্থান