পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ রম! প্রথম অঙ্ক কাজ তিনিই ওপরে থেকে করাচ্চেন। তারিণীদ শাপত্ৰই দিকৃপাল ছিলেন বই ত নয় । ধৰ্ম্মদাসের কিছুতেই কাশি থামেন, আর তাহারই সম্মুখে গোবিনা বেশ বেশ কথাগুলি এই অপরিপক্ক তরুণ জমিদারটিকে বলিয়া যাইতেছে দেখিয আরও ভাল বলিবার চেষ্টায় ধৰ্ম্মদাস যেন আকুলি বিকুলি করিতে লাগিল গোবিন্দ । তুমি ত আমার পর নও বাবা, নিতান্ত আপনার । তোমার মা ছিলেন আমার সাক্ষাৎ পিসতুত বোনের আপনার ভগ্নী। রাধানগরের বাডু্যেবাড়ী,—সে সব তারিণীদ’ জানতেন। তাই যে কোন কাজ-কৰ্ম্ম —মামলা-মোকৰ্দমা করতে, সাক্ষী দিতে—ডাক গোবিন্দকে— ধৰ্ম্মদাস । কেন বাজে যকিস্ গোবিনা 7 থক্ থক্ থক্‌—খ—আমি আজকের নই,ন জানি কি ? সে বছর সাক্ষী দেবার কথায় বললি, আমার জুতো নেই থালি-পায়ে যাই কি করে ? থক্ থকৃ—তারিণী অমূনি আড়াই টাকা দিয়ে জুতো কিনে দিলে। তুই ভাই পায়ে দিয়ে সাক্ষী দিয়ে এলি কি না বেণীর হয়ে । খক্‌ থক্ থকৃ—থ— গোবিন্দ। ( চক্ষু রক্তবর্ণ করিয়া) এলুম ? ধৰ্ম্মদাস। এলিনে ? গোবিন্দ। দুর মিথ্যেবাদী ! ধৰ্ম্মদাস। মিথ্যেবাদী তোর বাবা । গোবিনা । ( ভাঙা ছাতি লইয়া লাফাইয়া উঠিল ) তবে রে শালা ! ধৰ্ম্মদাস। (বাঁশের লাঠি উচাইয়া) ও শালার আমি—থক্ থক্ থক্‌ —খ—ও শালার আমি সম্পর্কে বড় ভাই হই কি না, তাই শালার জাক্কেল দেখ ! ( কাশি )