পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y8 রম প্রথম অঙ্ক ভৈরব। তা হলে কি এই কাপড়েই হবে ? রমেশ । বোধ হয় হবে না । বলা যায় না কত কাঙ্গালী আসবে, আপনি বরঞ্চ আরও দু’শ কাপড় ঠিক করে রাখুন। গোবিন্দ। তা’ নচলে কি হয় ? তুমি এক আর কত পারবে ভয়, চল আমিও যাই । বলিতে বলিতে গোবিন্দ বস্বরাশির কাছে অগ্রসর হইয়া গেল, এবং উপবেশন করিয়া কাপড় গুছাইতে লাগিল। ধৰ্ম্মদাস এই অবকাশে রমেশকে একধারে টানিয়া লইয়া গিয কানে কানে বলিতে লাগিল। ওদিকে গোবিন্দ উদ্‌গ্ৰীব হইয় আড় চোথে চাহিয়া দেখিতে লাগিল ধৰ্ম্মদাস । এ দেশ বড় খারাপ বাবা, ভাড়ার টাড়ার কাউকে দিয়ে বিশ্বেস কোরে না। তেল, চুন, ঘী, ময়দা অৰ্দ্ধেক সরিয়ে ফেলবে। আমি এখুনি গিয়ে তোমার পিসিমাকে পাঠিয়ে দিচ্চি বাবা, একটি কুটো তোমার নষ্ট হবে না। রমেশ ৷ যে-আজ্ঞে— মুত্তিত-শ্মশ্র শীর্ণকায় ও প্রাচীন দীননাথ ভট্টাচাৰ্য্য প্রবেশ করিলেন। ইহাব সঙ্গেও দুই তিনটি ছেলে মেয়ে । মেয়েট সকলের বড়, পরনে একখানি শতচ্ছিন্ন ভূরে কাপড় দীননাথ । কৈ গো বাবাজী কোথায় গো ? গোবিন্দ । ( উঠিয়া দাড়াইয়া ) এস দীক্ষুদ, বোস । বড় ভাগ্যি আমাদের যে আজ তোমার পায়ের ধূলো পড়লো। ছেলেট এক সারা হয়ে যায় তা’ তোমরা ত— ধৰ্ম্মদাস কটমট, করিয়া তাহার প্রতি চাহিল