পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & ब्रभ 4वं स्वं পাঠিয়ে দিচ্চি, নাড়ীর টানে সে যেমন করবে আর কি কেউ তেমন পারবে ? না, কথনে পারে ? শিশু দু’টা চুটিয়া আসিয়া নীমুর কাধের উপর ঝুলিয়া পড়িল শিশুরা । বাবা, সন্দেশ থাবো । দীচু । ( একবার রমেশ ও একবারগোবিন্দর প্রতি চাহিয়া ) সন্দেশ কোথায় পাব রে ? সন্দেশ কই ? দীমুর মেয়ে অন্তরালে অঙ্গুলি নির্দেশ করিয়া দীচুর মেয়ে। কেন, ঐ যে হচ্চে বাবা বাকি ছেলে মেয়ের নাকে কাদিতে কাদিতে আসিয়া ধৰ্ম্মদাসকে ঘিরিয়া ধরিল ছেলেমেয়ের । আঁীমরাও দাদা মশাই— রমেশ । (অগ্রসর হইয়া) বেশ ত, বেশ ত, ও আচায্যি মশাই, বিকেল বেলায় ছেলেরা সব বাড়ী থেকে বেরিয়েছে থেয়ে ত আসেনি। ( অস্তরালবৰ্ত্তী ময়রার উদ্দেশে) ওহে, ও কি নাম তোমার ? নিয়ে এস ত ঐ খালাট এদিকে। আচাষি মশাই, দেখুন ত যেন দেরি না হয়। ভৈরব আচাৰ্য্য তিতয়ে চলিয়া গেল এবং ক্ষণকাল পরেই ময়রা সন্দেশের খাল আনিতেই ছেলের উপুড় হইয় পড়িল । বাটিয়া দিবার অবকাশ দেয় না এমনি ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া দেখিতে দেখিতে দীননাথের শুষ্কদূষ্ট সজল ও তীব্র হইয়া উঠিল দীচু। ওরে ও খেদি, খাচ্চিস ত খুব, সন্দেশ হয়েচে কেমন বল দিকি ? খেদী। বেশ বাবা এই বলিয়া সে চিবাইতে লাগিল