বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिउँौग्न धृष्ठ রম! 2% দীক্স । (মৃদ্ধ হাসিয়া ঘাড় নাড়িয়া ) ইঃ—তোদের আবার পছন্দ । মিষ্টি হলেই হ’ল। ই হে কারিকর, এ কড়াটা কেমন নাবালে ? কি বল গোবিন্দ ভারা, এখনো রোদ একটু আছে বলে মনে হচ্চে না ? ময়রা । আজ্ঞে, আছে বই কি ৷ এখনো ঢের বেলা আছে, এখনো সন্ধ্যে আহিকের— দীহ। তবে কই দাও দিকি গোবিন্দ ভায়াকে একটা চেখে দেখুক, কেমন কলকাতার কারিকর তোমরা— ময়রা গোবিন ও দীমু উভয়কেই সন্দেশ দিতে গেল দীকু। না না, আমাকে আবার কেন ? তবে, আধখানা—আধখানার বেশি নয় । ( হক রাখিয়া দিয়া) ওরে, ও ষষ্ঠীচরণ, একটু জল আন্‌ দিকি বাবা, হাতটা ধুয়ে ফেলি । রমেশ । (ভিতরের দিকে চাহিয়া) ওরে, অম্নি ভিতর থেকে গোটা চারেক রেকৰি নিয়ে আসিস ষষ্ঠী । গোবিন্দ ৷ সনেদশের চেহারা দেখেই বোধ হচ্চে হয়েছে ভাল । কি হে, ময়রার পো, পাকুট একটু নরমই রাখলে বুঝি ? ময়রা। অজ্ঞে হুঁ, এ কড়াটা একটু নরমই রেখেচি । গোবিন্দ। (হাস্ত করিয়া) আমরা বুঝি কি না। তাকালেই ধরে দিতে পারি কোনটা কেমন। ময়রা । আজে, আপনাৱা বুঝবেন না ত বুঝবে কারা । ষষ্ঠীচরণ ও আর একজন ভূত্য রেকাবি,জলের গ্লাস প্রভৃতি আনিয়া উপস্থিত করিল, ময়র সদেশের খালাটা সম্মুখে আনিয়া রাখিল, এবং ব্রাহ্মণদিগের পাত্রে তুলিয়া দিতে লাগিল। কাহারও মুখে কথা নাই, ছেলেমেয়েরএবং ধৰ্ম্মদাস, গোবিনা ও দীমু গোগ্রাসে গিলিতেছে এবংদেখিতে দেখিতে সমস্ত থালাটাই নিঃশেষিত হইয়া গেল