। ब्रम। dुम अझ "לל দীচু । ই, কলকাতার কারিকর বটে। কি বল ধৰ্ম্মদাস-দা ? ধৰ্ব্বদাসের কণ্ঠস্বর সনোশের তাল ভেদ করিয়া বেশ স্পষ্ট বাহির হইল না, কিন্তু বুঝা গেল মর্তের অনৈক্য নাই গোবিন্দ। (নিশ্বাস ফেলিয়া) ই ওস্তাদি হাত বটে ! ময়রা। যদি কষ্টই করলেন ঠাকুর মশাই, তাহলে মিহিদানাটাও অমনি পরখ করে দিন । দীচু । মিহিদানা ? কই আনো দিকি বাপু । ময়রা—এই যে আনি । এই ৰলিয়া সে চক্ষের পলকে একখালা মিহিদানা অনিয়া হাজির করিল, এবং ব্রাহ্মণদিগের পাত্রে উজাড় করিয়া দিল । মিহিদান শেষ হইয়া আসিতে বিলম্ব হইল না দীক্ষ । ( হাত বাড়াইয়া মেয়ের প্রতি ) ওরে ও খেদি, ধত্ব দিকি মা, এই দুটো মিহিদান । খেদি । আমি আর খেতে পারবোন বাবা । দীমু। পারবি পারবি। এক টোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নে দিকি, মুখ মেরে গেছে বই ত না । না পারিস আঁচলে একটা গেরে দিয়ে রাখ, কাল সকালে উঠে খাস । এই বলিয়া মেয়ের হাতে গুজিয়া দিল দীচু । ( ময়রার প্রতি ) ই বাপু, খাওয়ালে বটে। যেন অমৃত । তা বেশ হয়েছে, মিষ্টি বুঝি দু' রকম করলে বাবাজী ? ময়র। আজ্ঞে নী, রসগোল্লা, ক্ষীরমোহন— দীক্ষ। ধা, ক্ষীরমোহন ? কই, সে তো বার করলেন বাপু ।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭
অবয়ব