विजैब झुष्ट ब्रभ 3? (বিস্মিত রমেশের মুখের প্রতি চাহিয়া ) হুঁ খেয়েছিলাম বটে রাধানগরের বোসেদের বাড়ী, আজও যেন মুখে লেগে রয়েছে। বললে বিশ্বেস করবে না বাবাজী, ক্ষীরমোহন খেতে আমি বডড ভালবাসি । রমেশ । ( হাসিয়া ) আজ্ঞে না, অবিশ্বাস করবার কোন কারণ নেই। ওরে যষ্ঠ, ভেতরে বোধ করি আচায্যি মশাই আছেন, যা তো কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয় দিকি । w ষষ্ঠীচরণের প্রস্থান - গোবিন্দ । ( উদ্বিগ্নকণ্ঠে ) অঁ্য ? মিষ্টি কি সব বাইরে পড়ে নাকি ? না না, এতো ভাল না । ধৰ্ম্মদাস। চাবি ? চাবি ? ভাড়ারের চাবি কার কাছে ? গোবিন্দ। বলি, ভৈরো আচায্যির হাতে নয় ত ? ষষ্ঠীচরণের প্রবেশ ষষ্ঠী। এখন আর ভাড়ার ঘর খোলা হবে না বাবু, গৗরমোহন বার হবে না । রমেশ। আ. বলুগে যা আমি আনতে বলুচি। গোবিন্দ । দেখলে ধৰ্ম্মদাস-দ, আচায্যির আক্কেল ? এ যে দেখি মায়ের চেয়ে মাসির বেশি দরদ । সেই জন্তেই আমি বলি— ষষ্ঠী। আচায্যি মশায়ের দোষ কি ? ও-বাড়ী থেকে গিরি-মা এসে ভাড়ার বন্ধ করে ফেলেচেন। এ তারই হুকুম : ধৰ্ম্মদাস ও গোবিন্দ । কে ? বেণীবাবুর মা ? ও-বাড়ীর বড়-গিল্পি ঠাকরুণ ? রমেশ । জ্যাঠাইমা—এসেছেন না কি ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮
অবয়ব