डौिब्र इछ द्रभां &సి গোবিন্দ। আসবে বই কি বাবা, একশ’বার আসবে। এ তো তোমারই বাড়ী। তাই ত’ আমি রমেশ বাবাজীকে সকাল থেকে বলচি রমেশ, ঝগড়া-বিবাদ তারিণীদার সঙ্গেই যাকৃ—আর কেন ? তোমরা দুভাই এক হও আমরা দেখে চোখ জুড়োই। তাছাড়া বড়-গিরি ঠাকরুণ যখন স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, তখন— বেণী । মা এসেছেন ? গোবিন্ধ। শুধু আসা কেন, ভঁড়ার-টপড়ার, করা-কৰ্ম্ম যা কিছু তিনিই ত করছেন। আর তিনি না করলে করবেই বা কে ? সকলেই নীরব হইয়া রহিল গোবিনা । ( নিশ্বাস ফেলিয়া) নাঃ-গায়ের মধ্যে বড়-গিরি ঠাকুরুণের মত মান্তষ কি আর আছে ? না হবে ? না বেণীবাবু, সাম্নে বললে থোষামোদ করা হবে, কিন্তু যে যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন ত সে তোমার মা । এমন মা কি কারু হয় ? এই বলিয়া পুনশ্চ একটা নিশ্বাস ত্যাগ করিলেন বেণী । আচ্ছা— গোবিন্দ। শুধু আচ্ছ নয় বেণীবাবু। আসতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার ওপর । ভাল কথা, সবাই আপনার তো উপস্থিত আছেন, নেমস্তন্নটা কি রকম কয় হবে একটা ফর্দ করে ফেলা হোক । কি বল রমেশ বাবাজী ? ঠিক কি না হালদার মামা ? ধৰ্ম্মদাসদা চুপ, করে থাকৃলে হবে না,—কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে জান ত সব । , রমেশ । বড়দ, একবার পায়ের ধূলো যদি দিতে পারেন—
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮
অবয়ব