রম ॐदंभ चाह سيايمه বাতুৰ্য্যে। তবে তাই বল না। গায়ে কি শাসন আছে ? নইলে যঠে জেলের ধোপা নাপ তে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না ? (হঠাৎ মেশের প্রতি চাহিয়া) বাবুটি কে মধু ? মধু আমাদের ছোট বাবু যে ! শ্রীদ্ধের দরুণ দশটি টাকা বাকি ছিল বলে বাড়ী বয়ে দিতে এসেছেন। বাতুৰ্য্যে। জ্য, রমেশ বাবাজী ? বেঁচে থাকে। বাব, ই, এসে শুল্লাম একটা কাজের মত কাজ করেছ বটে। এমন খাওয়া-দাওয়া এ অঞ্চলে কখনো হয়নি। কিন্তু বড় দুঃখ রইল চোখে দেখতে পেলাম না । পাচ শালার ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাড়ীর হল। আরে ছি, সেখানে মানুষ থাকতে পারে । মধু। (তামাক সাজিয়া হক তাহার হাতে দিল) তার পরে ? একটু চাকৃরি-বাক্রি হয়েছিল ত ? বঁড়িয্যে । হবে না ? এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার ? কিন্তু হলে কি হবে। যেমন ধুয়, তেমনি কাদা। বাইরে গাড়ী চাপ না পড়ে যদি ঘরে ফিরতে পারিস্ত জানবি তোর বাপের পুণ্যি। কখনো গিয়েছিলি সেখানে ? মধু। আজ্ঞে না। মেদিনীপুর সহরটা একবার দেখেচি। বাড়ুৰ্য্যে। আরে দূর ব্যাট পাড়াগেয়ে ভূত। কিসে আর কিসে ! তোর রমেশ বাবুকে জিজ্ঞেস কর না সত্যি না মিছে। না মধু খেতে না পাই ছেলে-পুলের হাত ধরে ভিক্ষে কোরব,—বামুনের ছেলের তাতে কিছু আর লজ্জা নেই,–কিন্তু বিদেশ যাবার নামটি যেন না কেউ আমার কাছে করে। বললে বিশ্বেপ করবি নে সেখানে গুবনি কলমি, চালতা, আমড়া, থোড় মোচ পৰ্য্যস্ত কিনে খেতে হয়। পারবি খেতে ?—এই একটি মাস না খেয়ে খেয়ে যেন রোগ ইদুরট হয়ে গেছি।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭
অবয়ব