8象 রম &ंवेष श्वश्ह রমেশ । তাও হয় নাকি ? আচ্ছ, আজ আপনি যান, আপনাদের বেলা হয়ে যাচ্চে, কাল আপনাদের ইস্কুল অামি দেখতে যাব । বনমালী। যে আঞ্জে। আপনার দয়া হলে আর আমাদের ভাব নাকি ? এই বলিয়া সে আর একবার হেঁট হইয়া প্ৰণাম করিয়া প্রস্থান করিল, এবং অদ্যপথ দিয়া গোপাল সরকার ও ভজুয়া দ্রুতপদে প্রবেশ করিল রমেশ । হঠাৎ আপনি এমন ব্যস্ত হয়ে যে সরকার মশাই ? গোপাল। বেণীবাবু তো অত্যন্ত অত্যাচার মুরু করে দিলেন। প্রত্যহ এ তে সহা যায় না ছোটবাবু! রমেশ । ব্যাপার কি ? গোপাল সরকার। কাপাসডাঙার বাইশ-বিঘের বন্দটা এখনো ভাগ হয় নি, মুখুয্যেদের সঙ্গে যৌথ আছে। এক অংশ তাদের, এক অংশ বেণীবাবুর আর এক অংশ আমাদের। সেদিন পাড়ের অতবড় তেঁতুল গাছটা কাটীয়ে তার ছু অংশে ভাগ কোরে নিলেন, আমাদের একটা টুকরো পর্য্যন্ত দিলেন না। আপনাকে জানালাম, আপনি বললেন তুচ্ছ একটু কাঠের জন্তে ত আর ঝগড়া করা যায় না ! রমেশ । বাস্তবিক, এত সামান্ত জিনিসের জন্তে কি বড়দার সঙ্গে ঝগড়া করা যায় সরকার মশাই ? গোপাল। সেই জোরে আজ বেণীবাবু জোর কোরে গড়-পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন। বোধকরি মুখুয্যে বাড়ীতে এতক্ষণতার অংশ ভাগ হচ্চে। রমেশ। কিন্তু ঠিকৃ জানেন এতে আমাদের অংশ আছে ? গোপাল। তবে কি মিছেই এ কাজে মাথার চুল-পাকালাম ছোটবাৰু ? রমেশ । কিন্তু সবাই যে বলে রমা বড় ধৰ্ম্ম-নিষ্ঠ মেয়ে। তাকে একবার জিজ্ঞেস করে পাঠালেন না কেন ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১
অবয়ব