পঞ্চম দুশ্য বেণী ঘোষালের বাটীর অন্তঃপুরে বিশ্বেশ্বরীর গৃহ। রম প্রবেশ করিয়া সম্মুখে দাসীকে দেখিতে পাইল রমা। জ্যাঠাইমা কোথায় নন্দর মা ? দাসী। পূজোর ঘর থেকে এখনো বার হন নি। ডেকে দেব দিদি । রম। তার পূজোর ব্যাঘাত করে ? নান, আমি বস্চি। তিনি বেরুলে তাকে খবর দিয়ে যে আমি এসেচি । দাসী । আচ্ছা দিদি । দাসী প্ৰস্থান করিল, এবং পরক্ষণে অতি সন্তপণে পা টিপিয়া যতীন প্রবেশ করিল। যতীন। দিদি ? রমা । ( চমকিয় মুখ ফিরাইয়া) অঁ্য, তুই কোথা থেকে রে ? যতীন। তোমার পেছনে পেছনে এসেছি তুমি দেখতে পাওনি । এই বলিয়া সে রমাকে জড়াইয়া ধরিল রম। কি দুষ্ট ছেলে রে তুই ? বেগ হ’ল ইস্কুলে যাবিনে। যতীন। আমাদের যে আজ ছুটি দিদি। রম । ছুটি কিসের রে ? আজ তো সবে বুধবার। যতীন a হলই বা বুধবার । বুধ, বেষ্পতি, শুক্কুর, শনি, রবি— এক্কেবারে পাচ দিন ছুটি। রম । কেন রে যতীন ? যতীন। আমাদের ইস্কুলের চাল ছাওয়া হচ্চে ষে। তার পর
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩
অবয়ব