পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃশু কুমা 8建 চুণকাম হবে, কত বই আসবে,—চার পাঁচটা চেয়ার টেবিল এসেছে একটা আলমারি, একটা বড় ঘড়ী এসেচে,—একদিন তুমি গিয়ে দেখে এসোনা দিদি । রম । বলিস কিরে ? যতীন। সত্যি দিদি। রমেশবাবু এসেছেন্‌ন,—তিনিই সব করে দিচ্চেন। আরও কত কি তিনি করে দেবেন বলেছেন। রোজ দু’ঘণ্টা করে এসে আমাদের পড়িয়ে যান। রম । ই রে যতীন’ তোকে তিনি চিনতে পারেন ? যতীন। ই-— রম। কি বলে তাকে তুই ডাকিস্ ? যতীন। ডাকি ? আমরা ছোটবাবু বলিং। রম । ( ভাইটিকে বুকের কাছে টানিয়া লইয়া) ছোটবাবুকি রে! তিনি যে তোর দাদা হ’ন । যতীন। যাঃ– রমা। যা কি রে? বেণীবাবুকে যেমন বড়দা বলে ডাকিস্, একে তেমনি ছোড়দা বলে ডাকৃতে পারিসনে ? যতীন। আমার দাদা হন তিনি ? সত্যি বোলচ দিদি ? রম। সত্যি বলুচি রে তোর ছোড়া হ’ন তিনি। যতীন L বাড়ী যাবে দিদি ? নরু, হারা, সন্ত,-এদের সব গিয়ে বলে আবে ? রম ঘাড় নাড়িয়া নিষেধ করিল যতীন। এতদিন তিনি কোথায় ছিলেন দিদি ? রমা। এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে