8ఆ রম! ৫থম অঙ্ক তোকেও এম্নি কোরে বিদেশে গিয়ে থাকৃতে হবে যতীন, আমাকে ছেড়ে পারবিত থাকৃতে ? যতীন। ( বার দুই তিন অনিশ্চিত ভাবে মাথা নাড়িল) ছোড়দার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি । রমা। ই ভাই তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন। কি করে ভূমি জানলে ? রম । ( ক্ষণকাল স্তব্ধ থাকিযা ) নিজের পড়া শেষ না হলে কি কেউ পরের ছেলের জন্তে এত দিতে পারে ? এটুকু বুঝি তুই বুঝতে পারিসনে ? যতীন । ( মাথা নাড়িয়া জানাইল সে পারে ) আচ্ছা, ছোড়দা কেন আমাদের বাড়ী আসে না দিদি, বড়ঙ্গ তো রোজ রোজ যান। রমা। তুই তাকে ডেকে আনতে পারিসনে ? যতীন। এখুনি যাব দিদি । রমা । ( ভয় ব্যাকুল দুই হাতে তাহাকে বুকে জড়াইয়া) ওরে, কি পাগলা ছেলে রে তুই ? খবরদার যতীন, কখখনো এমন কাজ করিস নে ভাই, কথখনো করিস নে। যতীন। তোমার চোখে জল এলো কেন দিদি । তুমি বারণ করলে তো আমি কখনো কিছু করি নে। রমা। (চোখ মুছিয়া ফেলিয়া) তা তো করন জানি। তুমি আমার লক্ষ্মী মাণিক ছোট ভাই কি না,—তাই। যতীন। বাড়ী চলন দিদি ! রম। তুই এখন যা, আমি একটুখানি পরে যাবে ভাই । যতীন প্রস্থান বলি l,
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫
অবয়ব