*श्मि ध्रिं রমন্ত্ৰ ‛ 8ግ লিী প্রবেশ করিলেন রম। আমাকে ডেকে পাঠিযেছিলেন জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। এ সব তোরা কি করেছিস্ মা ? বেণীর চুরি-করার কাজে তুই কি কোরে সাহায্য করলি রমা ? রম । আমি ত এ কাজ করতে র্তাকে বলিনি জ্যাঠাইমা ! বিশ্বেশ্বরী। স্পষ্ট বলনি বটে, তবুও অপরাধ তোমার কম হয় নি রম{ । রমা। কিন্তু তখন যে আর উপায় ছিল না জ্যাঠাইম । ভজুয়া লাঠি হাতে বাড়ীর মধ্যে গিয়ে যখন দাড়ালো তখন মাছ ভাগ হয়ে গিয়েছিল। বড়দ তার ভাগ নিয়ে চলে আসছিলেন, পাড়ার পাচজনেও দুটো একটা নিয়ে ঘরে ফিরছিলেন। বিশ্বেশ্বরী। কিন্তু আসলে মাছ আদায় করতে সে যায়নি রমা। রমেশ মাছ-মাংস ছোয়ন, এতে তার প্রয়োজন নেই। সে শুধু তোমারই কাছে জানতে পাঠিযেছিল কাপাস-ডাঙার গড় পুকুরের তার অংশ আছে কি না। নেই, এ কথা তুই বললি কি কোরে মা ? রমা অধোমুখে নিরুত্তর বিশ্বেশ্বরী। তোমার পরে যে তার কত শ্রদ্ধা, কত বিশ্বাস, সে ভূমি জাননা বটে,কিস্তি আমি জানি (সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে তোমরা দু’ঘরে ভাগ কোরে নিলে ; গোপাল সরকারের কথাতেও রমেশ কান দিলে না, বললে, আমার ভাগ থাকৃলে আমি পাবই। রমা কখনে আমাকে ঠকিয়ে নেবে না। কিন্তু কাল যা কোরেছ মা, তাতেএকটা কথা তোমাকে আজ বলে রাখি মা ! বিষয় সম্পত্তির দাম যত বেশিই হোক্ এই মানুষটর গ্রাণের দাম তার অনেক বেশি। কারও
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৬
অবয়ব