বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত রম! &? যারা অহঙ্কারের স্পৰ্দ্ধায় তোমাকে পর্য্যন্ত মাড়িয়ে চলতে চায় তাদের হয়ে তুমি একটা কথাও বোলো না । তোমাকে অপমান করা আমার সইবে না। দ্রুতপদে প্রস্থান রম । (বিশ্বেশ্বরীর মুখের প্রতি চাহিয়া সহসা কাদিয়া ফেলিল ) তোমাকে অপমান করতে আমি মাসিকে পাঠিয়ে দিই, এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। (রমাকে কাছে টানিয়া লইয়া) তোমাকে ও ভুল বুঝেছে মা। যা সত্যি সে ও একদিন জানবেই জানবে ।