বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম দুশ্য তারকেশ্বরের গ্রাম্য পথ । প্রভাত বেলায় এইমাত্র স্বৰ্য্যোদয় হইয়াছে রমা নিকটস্থ কোন একটা পুষ্করিণী হইতে স্নান সারিয়া আর্দ্র-বস্ত্রে গৃহে ফিরিতেছিল, রমেশের সহিত তাহার একেবারে মুখোমুধি দেখা হইয়া গেল । একবার সে মাথায় আঁচল টানিয়া দিবার চেষ্টা করিল, কিন্তু ভিজা কাপড় টানা গেল না। তখন সে তাড়াতাড়ি হাতের জলপূর্ণ খটট নামাইয়। রাখিয় সিক্ত বসন তলে দুই বাহু বুকের উপর জড়ো করিয়া হেঁট হইয়া জাড়াইল । // রমা। আপনি এখানে যে ? রমেশ । ( একপাশে সরিয়া দাড়াইয়া ) আপনি কি আমাকে চেনেন ? রম। চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন ? রমেশ । এই মাত্র গাড়ী থেকে নেমেছি । আমার মামার বাড়ীর মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তার কেউ আসেন নি । রমা। এখানে কোথায় আছেন ? রমেশ । কোথাও না। পূৰ্ব্বে কখনো আসিনি, আজকের দিনটা কোন মতে কোথাও কাটাতে হবে। যাহোক একটা আশ্রয় খুঁজে নেবো । রম। সঙ্গে ভজুয়া আছে ত ? রমেশ । না একাই এসেছি । রম। বেশ যা হোক । (এই বলিয় রমা হাসিয়া হঠাৎ মুখ ভুলিতেই আবার দুজনের চোখোচোথি হইল। সে মুখ নীচু করিয়া মনে মনে একটু দ্বিধা করিয়া শেষে বলিল ) তবে আমার সঙ্গেই আমুন। ( এই বলিয়া সে ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল ) রমেশ । আমি যেতে পারি, কারণ এতে দোষ থাকলে আপনি কখনই