পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Co. রমা दिएँठौम्न अक পূজোটুকু সেরে দিয়ে আসি । বাবার থান, নইলে দুটাে পয়সার মজুরি নয়,—এই সিকিটি নিয়ে দাও দাদা খপ করে। সাড়ে বারটার গাড়ী ধরতে হবে ;—ঘরে ছেলেটার আবাম দুদিন জর । দাও দাও, এখানেই বসে যাবে? না কি ? নাপিত । ( সিকিটি হাতে লইয়া বেশ করিয়া পরীক্ষা করিয়া পরে ট্যাকে গুজিয়া বার দুই তাঙ্গর আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া ) এই যে ! দাড়ি-চুল কে এটো করে দিয়েছে দেখ চি । যাত্রী। এটো ? এটো কি রকম ? দেখচে বাবার দাড়ি চুল, এ কি আমার ? এটো কি রকম ? নাপিত। ( হাত দিয়া দেখাষ্টয়া ) এই তো থাকলে দুইই এটো করে দিয়েছে । যাত্রী । এটো হয়ে গেল ? এক ব্যাট নাপতে সিকিটি হাতে নিয়ে এইটুকু ক্ষুর বুলিয়ে দিয়ে বলে কৰ্ত্তার সিকিটি অমূনি দাও । বললুম কর্তা আবার কে ? এই ত গদিতে পাচ-সিকে জমা দিয়ে হুকুম নিয়ে আসূচি। বলে, দেখগে তবে আর কোথাও । সিকি ত গেছেই, রাগ করে উঠে এলুম। দাও দাদা, তোমার বাপ-মায়ের কল্যাণে । নাপিত। আর গণ্ডাআষ্ট্রেক পয়সা বার কর দিকি । তার চার আনা, কর্তার চার আনা । যাত্রী। আবার তার চার অানা, কৰ্ত্তার চার আনা 7 মানুষ জনকে কি পাগল করে দেবে না কি ? দাও তবে আমার সিকি ফিরিয়ে, আমি তার কাছে গিয়েই কামাব । নাপিত। যাবে যাওনা । আমি কি তোমাকে ধরে রেখেচি না কি ? যাত্রী । ( রাগত ভাবে ) সিকি ফিরিয়ে দাও বলুচি । নাপিত। কিসের সিকি শুনি? এতক্ষণ দর-দস্তুর কন্নুলি মাগনানা কি ?